দুর্বিন শাহ রচিত গান নং ১৭২

প্রাণবন্ধু নাই দেশে
রইলো কোন বিদেশে
কেউ জানলে খবর
কও আমারে ।।
গাঙপাড়ের গাঙচিলেরে
যেমন উড়াউড়ি করে
সেই মতন অভাগীর পরাণ
ঘরে বাইরে দৌড়ে ।।
আকাশ ভাঙিয়া বাতাস আনে
কণা বৃষ্টি পড়ে
মেঘের আকাশ ভেঙে গেলো
যৌবনের জোয়ারে ।।
কোন বা দেশে গেলো বন্ধু
না জানি কার ঘরে
দুর্বিন শা কয় কেউ আনিয়া
দিলো না বন্ধুরে ।।