প্রাণবন্ধু এলো না, বসন্ত গেলো না
কার মুখ চাইয়া থাকি বলো ।
দারুণও বসন্তে, যৌবনের নদীতে
বিনা মেঘেতে সই বাণ ডাকিলো ।।
যৌবন নদীতে, এলো নতুন জোয়ার
বন্ধু নাই দেশে, কে খেলিবে সাঁতার
স্রোত চলে গাঙে, উতলা তরঙ্গে
পাড় ভাঙিয়া যেন সাগর হলো ।।
দেশে আসিতো যদি যৌবনের ব্যাপারী
পাল উড়াইয়া নিতো, ধরিত পাড়ি
কাণ্ডারী বিহনে সই দিনে দিনে
যৌবন নদীতে বুঝি ভাটা দিলো ।।
দেখিনু কতবার বৎসরে একবার
বসন্ত সই লো, আইলো গেলো
বন্ধু তো এলো না, প্রাণ শান্তি হলো না
দুর্বিন শার কাছে মরণ এলো ।।