দুর্বিন শাহ রচিত গান নং ১৭৯

প্রাণ যায় গো যায়
কেন বন্ধু আমায় ছেড়ে
গেলো মথুরায় ।।
সই লো সই
বন্ধু গেলো মথুরাতে
তাতে নাই মোর ক্ষতি
হাতের বাঁশি সঙ্গে নিয়া করেছে ডাকাতি
আর তো না শুনিবো কর্ণে
ওই বাঁশির গান
রাধা রাধা বলে কে গো
জুড়াইবে প্রাণ
সখি কী করি কী উপায়
এ দরদী কে হইবে
কে যাইয়া বোঝায় ।।
সই লো সই
বন্ধু গেলো মথুরাতে
দুঃখ নাই মোর মনে
বৃন্দাবন হইয়াছে শূণ্য
বন্ধুয়া বিহনে
নয় লক্ষ গাভী কান্দে
কৃষ্ণহারা হইয়া
শুকসারি কোকিল ডাকে
বসন্তের বাও পাইয়া
যৌবনও সময়ে বন্ধুহারা
শূণ্য বিছানায় ।।
সই লো সই
যত পারি কাঁদবো আমি
আমার কী বা হবে
শত কাঁদা আমার, কিন্তু
একদিন সে কাঁদিবে
গলেতে কলসি বেঁধে
আমার প্রাণ ত্যাজিবো
দয়াল নামের এই কলঙ্ক
জগতে রাখিবো, বলে দুর্বিন শায়
পশুপক্ষী তৃণলতা
গাহিবে সদায় ।।