প্রাণ বাঁচে না, কী যন্ত্রণা
কারে বা জানাই
জল দিলে নিভে না অনল
বলো তোরা কি দিয়ে জুড়াই ।।
ও সখি গো
প্রেম জ্বালায় অঙ্গ কালা
কারে বলে যাই
সে জ্বালা আমারই প্রাণে
কারে বা দেখাই ।।
ও সখি গো
না জানিয়া প্রাণ সপিলাম
কত দুঃখ পাই
দুঃখে দুঃখে জীবন গেলো
সুখের সাথী নাই ।।
ও সখি গো
শুইলে আসেনা নিদ্রা
জেগে রাত পোহাই
মরণ নিকট হইয়াছে
ভাবে বুঝতে পাই ।।
ও সখি গো
আসার আশে পাগল বেশে
কান্দিয়া বেড়াই
দুর্বিন শা কয় পাইলে তারে
প্রাণ প্রাণ মিশাই ।।