দুর্বিন শাহ রচিত গান নং ১৩২

পঞ্চতত্বের ভেদ বুঝিয়া
করো রে মন সাধনা
দেহে আছে পঞ্চতত্ব
তারে আগে চিনো না ।।
ক্ষিতি অপ তেজ মরুত ব্যোমেতে
আগুন মাটি হাওয়া পানি
এই পদার্থে
দেহখানি করিয়াছে গঠন
পাঁচ পাঁচা পঁচিশের তত্ব
এই দেহতে আছে সত্য
যে জনায় করেছে আয়ত্ব
এই দেহ লয় হবেনা ।।
চক্ষু কর্ণ জিহ্বামূলে
নাসিকার কেন্দ্রস্থলে
পঞ্চভূতে খেলা করে
শাস্ত্রভেদে বর্ণনা
ক্ষ এ মাটি, অ এ তে পানি
ম এ তে বায়ু, ত এ তে অগ্নি
ব্যোমে আকাশ হলো জানি
দেহঘরে ঠিকানা ।।
শুরুর কৃপা কীর্তনে
সাধনা ভাবনা ধ্যানে
বাধ্য পঞ্চজনে
মায়াতিমির রবে না
পঞ্চতত্ব হলে সাধন
মনোবাঞ্ছা হবে পূরণ
বারণ হবে জন্ম মরণ
আসা যাওয়া হবেনা ।।
পাঁচ পাঁচা পঁচিশের ঘরে
সাড়ে ছাব্বিশ চন্দ্র ঘুরে
সাড়ে তিনটা রতির জোরে
করে সে আনাগোনা
দয়াল শ্রীগুরুর আদেশে
প্রাণায়াম রুদ্ধশ্বাসে
দুর্বিন শা কয় অবশেষে
দুষ্টু রিপু ছয়জনা ।।