পিরিতি কি গাছের গোটা
জিয়ন্তে হইয়াছে মরা
যার লাগলো প্রেম লেঠা ।।
মজনু পাগল লাইলির জন্য
কাঁদলো কত বনে বনে গো
কলঙ্কিনী ত্রিভুবনে
যে দেখে করে ঠাট্টা ।।
জোলেখা ইউসুফ না পাইয়া
ঘরবাড়ি ত্যাজ্য করিয়া গো
মিছির গেলো চলিয়া
হইলো কত কুলটা ।।
শেষকালে ইউসুফকে পাইলো
মনোবাঞ্ছা পূর্ণ হইলো
সেভাবে যে প্রেম করিলো
ধরলো সে চোরাবেটা ।।
দুর্বিন শা কয় প্রেমিক যারা
বেহেস্ত দোজখ চায়না তারা গো
শুধু চায় শ্যাম বন্ধের ধরা
দেখতে রুপের ছটা ।।