পিরিতের বিষম জ্বালা
করছে না যেজন সেই ভালা
মুই অবলা ঠেকিয়াছি দায়
মরি হায় রে হায় ।।
প্রথম পিরিতের কালে
বলেছিলে কদমতলে
প্রাণ গেলে ভুলবে না আমায় ।
প্রতিজ্ঞা করিয়া ভঙ্গ
পাইয়া কোনো রমণীর সঙ্গ
রঙ্গ রসে রজনী কাটায় ।।
প্রাণবন্ধু কালশশী
আমারে বানাইলো দোষী
প্রতিবেশী কতই মন্দ গায় ।
ঘরের বাহির করে নিয়া
জাতিকুল মজাইয়া
কঠিন হিয়া ফিরিয়া না চায় ।।
ঘরে জ্বালা ননদিনী
বাইরে বাঁশির ধ্বনি
অভাগিনী করি কি উপায় ।
বাঁশি আমার কাল হইলো
কুল গেলো কলঙ্ক রইলো
বলে কবি পাগল দুর্বিন শায় ।।