দুর্বিন শাহ রচিত গান নং ২১৯

পিরিতের বিষম জ্বালা
করছে না যেজন সেই ভালা
মুই অবলা ঠেকিয়াছি দায়
মরি হায় রে হায় ।।
প্রথম পিরিতের কালে
বলেছিলে কদমতলে
প্রাণ গেলে ভুলবে না আমায় ।
প্রতিজ্ঞা করিয়া ভঙ্গ
পাইয়া কোনো রমণীর সঙ্গ
রঙ্গ রসে রজনী কাটায় ।।
প্রাণবন্ধু কালশশী
আমারে বানাইলো দোষী
প্রতিবেশী কতই মন্দ গায় ।
ঘরের বাহির করে নিয়া
জাতিকুল মজাইয়া
কঠিন হিয়া ফিরিয়া না চায় ।।
ঘরে জ্বালা ননদিনী
বাইরে বাঁশির ধ্বনি
অভাগিনী করি কি উপায় ।
বাঁশি আমার কাল হইলো
কুল গেলো কলঙ্ক রইলো
বলে কবি পাগল দুর্বিন শায় ।।