পীরের মদে মজো
আমার মন
মুর্শীদের চরণও তলে
আকাশ পাতাল ত্রিভুবন ।।
পীরের মদে যে মজিবে
নামাজ রোজায় অর্থ পাবে রে
নামাজ রোজা দেহের গয়না
না পরলে হবে মরণ ।।
ছুরা বকর তেইশ রুকুতে
ইয়া আইয়ুহাল্লা জিনাতে
লাআল্লাকুম আছে তাতে
মাইনাটা বুঝো কেমন ।।
নফস রোজা না রাখিলে
রোজা হয়না কোনো কালে
তনে মনে যোগ না হলে
রোজা হবেনা কখন ।।
মজো না পীরের জোনাবে
শত হজের নেকী পাবে রে
দুর্বিন শা কয় যেন হবে
মেহেরাজের শুভক্ষণ ।।