দুর্বিন শাহ রচিত গান নং ৭৭

পবিত্র নামের মালা গলেতে পরে
চলো যাই
শাহজালাল বাবার মাজারে ।।
দরবারে ভান্ডার ভরা
ভক্ত হয়ে গেলো যারা
দিদার মাগিলো তারা
বাবার মাজারে ।।
কই মাগুর দেখিবে সোনার
আর কত ওলি ফকীর আল্লার
দোয়া চাহে বাবার কাছে
খালিছ অন্তরে ।।
লক্ষ জালালিয়া কবুতরে
পাখ মেলিয়া শূণ্যে উড়ে
দুর্বিন শা কয় জিন্দা রুহে
দেখিলে যারে ।।