পাকজিন্দা রুহানী শাহজালাল মাজররদে ইয়ামনি
যার পরশে বাংলাদেশে আঁধারে হয় রৌশনী ।।
বুরহানউদ্দিন পুত্র হত্যায় পাইলা বাবায় নিমন্ত্রণ
তিনশত ষাট আউলিয়া নিয়া সিলেটে করেন আগমন
অশান্তি করিয়া দমন, শুনাইলা শান্তির বাণী ।।
গৌরগোবিন্দ রাজা ছিলো বন্ধ করে নদীপথ
জায়নামাজ জলে বিছাইলা দেখাইতে কেরামত
সঙ্গীসহ পার হইলা না লাগিলো তরণী ।।
ফজরের নামাজের বেলা প্রথম দিলা আজান
রাজার বাড়ি ধ্বংস হলো ভাঙে সাততলা দালান
অন্যায়ের করে অবসান, উড়াইলা নিশান দ্বীনি ।।
সিলেটেতে দরগাহ শরীফ কেরামতি কারখানা
দুর্বিন শা কয় আশিক যারা তাদের জন্য মদীনা
কাবা শরীফের নমুনা আসে জমজমের পানি ।।