দুর্বিন শাহ রচিত গান নং ১২১

পাইয়া রে দেহরাজ্য
করিলে না শাসন কাম্য
পড়বে তুই অনিবার্য
চৌরাশির ফেরে ।।
মনরাজার রাজ্য বিচ্ছেদ
চৌষট্টি জিলা আছে
ষোলোজন প্রহরী আছে
পাহারার তরে ।
হাকিম হয় আঠারোজনা
ফৌজদারি আদালত খানা
হাইকোর্টেতে জ্ঞানবাবু
সে বিচার করে ।।
যার জানা সাবডিবিশন
সেথায় রয় হাকিমগণ
বিচার করে সর্বক্ষণ
আইন অনুসারে ।
অপরাধী হয় যেজন
তারে না ছাড়িবে কখন
পাঠাইয়া দেয় গো তখন
জেলেরই ঘরে ।।
চব্বিশ গ্রাম আঠারো থানা
দারোগা রয় চব্বিশ জনা
শাসন দন্ড হাতে নিয়া
সর্বদায় ঘুরে ।
সাগর গিরি নদী
চন্দ্র সূর্য আকাশাদি
নাসিকাতে পবন মন্ত্রী
চালায় সবারে ।।
মগজেরই উর্ধ্বব্যাক্তি
মনরাজার হয় বসতি
নাভির নীচে প্রজার স্থিতি
এ দেহপুরে ।
মনরাজার দুইটা রানী
সুমতি কুমতি মণি
ভোটের জন্য হইয়া প্রার্থী
যন্ত্রণা করে ।।
শ্রদ্ধা ভক্তি জ্ঞান তারা
সুমতির ভাবের মরা
কাম ক্রোধ লোভ ছয়জন
পাকে পাকে ঘুরে ।
কুবুদ্ধি কুচিন্তা লইয়া
আলোচনা যায় করিয়া
দেশবিদ্রোহী হইয়া পরে
প্রজাকে মারে ।।
দেহরাজ্যে আছে যত
একজনরই অনুগত
মন্ত্রীসভার রায় মতো
সবে কাজ করে ।
কুমতির কুপরামর্শে
মর্জিয়া রঙ্গরসে
দুর্বিন শা কয় যাবে শেষে
যমেরই ঘরে ।।