পাগলের প্রেমবাজারে গেলে
কেউ আর ফিরে না
উচানিচা করে সমান
মান অপমান বোঝে না ।।
নয়নপুরে যাবে কোন্দল
মনটারে লয় করে পাগল
মাশুক ছবি করে সম্বল
গাছতলাতে ঠিকানা
কাঠ পুড়িলে অঙ্গার কালি
আঙ্গা পুড়ে হয় সে ছালি
শুনে লোকের গালাগালি
তবু সে নাম ভোলে না ।।
লোহা নিয়া কর্মকারে
পিটায় পুড়ায় বারেবারে
লোহা কিন্তু লোহা থাকে
করে কতই নমুনা
প্রেমিকের এমনই পরীক্ষা
লোকের গালি ঠেলা ধাক্কা
খাইয়া কিন্তু থাকে পাক্কা
মাশুক বিনে জানে না ।।
মাটি জলে মন্থন করে
ইট বানায় আগুনে পুড়ে
শত বৎসর পড়ে রইলে
আসল মাটি আর হয়না
প্রেম আগুনে পুড়ে যারা
ইটের মতো শক্ত তারা
কাটো মারো জ্বালাও পোড়াও
সেই পোড়া দাগ মিটে না ।।
মনসুর হাল্লাজ প্রেমে পাগল
শরীয়তে করে কাতল
পুড়ে ছালি ভাসাইলো
আইনল হক নাম ছাড়ে না
দুর্বিন শা কয় ইউসুফ নবী
যার প্রেমে জুলেখা বিবি
আশি বৎসর কেঁদেছিলো
বৃদ্ধা হয় নওজোয়ানা ।।