দুর্বিন শাহ রচিত গান নং ২২৭

পাগল করিলে আমায়, কলঙ্কি বানাইলে
নাগর কালিয়া
অন্তরে ধরেছে ঘুনে, তোমায় হারা হইয়া
নাগর কালিয়া ।।
বন্ধু রে
ভুবনমোহন রুপের কিরণ, স্বপনে দেখাইয়া
গেলে পাগল বানাইয়া
কুল ছাড়িয়া দেশান্তরী তোমার লাগিয়া
নাগর কালিয়া ।।
বন্ধু রে
সরলে গরলও দিলে, কেমন করিয়া
গেলে আমায় পাশরিয়া
বিনা কষ্টে বুকে চিতা, দিয়াছো জ্বালাইয়া
নাগর কালিয়া ।।
বন্ধু রে
মনে ছিলো থাকবো সুখে, তোমায় বুকে লইয়া
কত নিরলে বসিয়া
কয় দুর্বিন শা এত আশা, কে নিলো ভাঙিয়া
নাগর কালিয়া ।।