দুর্বিন শাহ রচিত গান নং ১২৮

অতি আদরের বউ
মশায় খাইলো রে
রঙ্গিলা দেওর রে দেওর
শীতল পাটি মুশইর কিইন্যা দে ।।
হাজার টাকা খরচ করে
বউ আনিলাম ঘরে
রাঙা গায়ে দাগ পড়ে যায়
মশারই কামড়ে রে ।।
সর্ষের মতো বউটা আমার
ফুলের মতো ভার
বসতে গেলে জায়গা লাগে
সাড়ে তিন কেদার রে ।।
ঘরে বাইরে সর্বক্ষণ
করে ঘুরাফিরা
আন্ধাইর ঘরে থাইক্যা বউটা
কেউরে না দেয় ধরা রে ।।
যেদিন বউটা ছেড়ে যাবে
ভাই মোর বাড়ি
সুখে দুঃখে থাকবে যাইয়া
আপন বাপের বাড়ি রে ।।
বউয়ের জ্বালায় সর্বগোষ্ঠীর
সার হইলো কান্দন
আমরা বাপ বেটায় খাইট্যা মরি
পাইলাম না তার মন রে ।।
দুর্বিন শা কয়
সেই বউটার মহিমা অপার
যেদিন বউটা ছেড়ে যাবে
হবে দুনিয়া আঁধার রে ।।