দুর্বিন শাহ রচিত গান নং ৩২৭

ওরে সুজন নাইয়া
নীল যমুনায় কোথায় যাও রে বাইয়া
এ দুঃখিনীর খবর নিও
ঘাটে নাও ভিড়াইয়া
আসার আশে কয়দিন থাকি চাইয়া ।।
ও নাইয়া রে
ধীরে ধীরে ছাড়ছো তরী
বাদাম উড়াইয়া রে নাইয়া
আমার খবর না নেও যদি
নাও দিবো ডুবাইয়া রে নাইয়া ।।
ও নাইয়া রে
বিদেশ বিপাকে ঠেকলাম
কঠিন স্বামী পাইয়া রে
সে পারে মোর বাপের বাড়ি
খবর দিও যাইয়া রে নাইয়া ।।
ও নাইয়া রে
মাইরে কইও
নদীর পারে আমায় গেলায় থইয়া
তোমার বেটি কালকুম্ভীরে
আজ গিয়াছে খাইয়া রে নাইয়া ।।
ও নাইয়া রে
দুর্বিন শা কয়
মাইরে কইও নিরলে বুঝাইয়া
না কইলে দিবো আজ গালি
তুই নিষ্ঠুর পাপিয়া রে নাইয়া ।।