অন্তরে বেদনা গো সখি
সে বিনে কে জানে ।
যেজনে দিয়াছে জ্বালা
আমারই পরাণে গো সখি ।।
দুই নয়নে বহে ধারা
বন্ধুয়ার কারণে ।
ধৈর্য জ্বালা প্রেমবারি
আমি বাঁচিনা জীবনে গো সখি ।।
প্রেম আগুন জ্বলছে দ্বিগুণ
সহিবো কেমনে
দিবানিশি প্রেম উদাসী
বাঁচিনা জীবনে গো সখি ।।
পিরিতি হইলো না সুরতি
কলংক ভুবনে
যার সনে করলাম পিরিতি
সে রইলো গোপনে গো সখি ।।
জল দিলে নিভে না আগুন
নিভাবো কেমনে
দুর্বিন শা কয় ধরে কোনদিন
নিবে কাল শমনে গো সখি ।।