দুর্বিন শাহ রচিত গান নং ১৯৯

ওই যমুনায় কী রুপ হেরিলাম
কদম তলে ওই নিরলে
বাঁশির ধ্বনি শুনিলাম ।।
কে যেন নিগূঢ় কাননে
বাঁশি বাজায় মোহন টানে গো
রব শুনিয়া কান্দে প্রাণে
মনে লয় কাছে যাইতাম ।।
নিষ্ঠুর বাঁশির রব শুনিয়া
মনপ্রাণ গেলো উড়িয়া গো
পাগল বেশে কাছে যাইয়া
সোনার যৌবন সপিলাম ।।
আইলাম ঘরে কলসি লইয়া
মনপ্রাণ বান্দা থইয়া গো
প্রাণী ছাড়া দেহ লইয়া
গৃহে না রইতে পারলাম ।।
বাহির হইলাম পাগল বেশে
যাবো বলে তার উদ্দেশে গো
দুর্বিন শারই কর্মদোষে
নিষ্ঠুর প্রেমে প্রাণ দিলাম ।।