অচিন দেশের মাঝি ভাই
তুমি কোন বা দেশে যাও
অভাগিনীর সংবাদ নিতে
ঘাটে নাও ভিড়াও ।।
সোনার নৌকার রঙের বাদাম
পুবালি হাওয়ায়
ঝিলিমিলি করে রে
তোমার ময়ূরপঙ্খি নায়
ছয়জনা তোর সঙ্গের সাথী
রঙ্গের বৈঠা বাও ।।
জানি না জানি না মাঝি
কোন দেশে তোর বাড়ি
মধুর গানে ভাটিয়াল সুরে
মন নিয়াছো কাড়ি
ভাটিয়াল গাঙে দিয়া পাড়ি
নীল বাদাম উড়াও ।।
বিদেশে দিয়াছে বিয়া
নিষ্ঠুর বাপ ও মায়
দিন রজনী থাকি চাইয়া
নাইওরের আশায়
কইও খবর বাবার কাছে
যদি দেখা পাও ।।
সাত সমুদ্র তেরো নদী
শীঘ্র দেও না পাড়ি
অচিনা নিলক্ষ্যার চরে
আমার বাড়ি
দুর্বিন শা কয় নাইয়া রে
কার পানেতে চাও ।।