দুর্বিন শাহ রচিত গান নং ১৬৮

ও তোরা দেখ না আসিয়া
ললিতা বিশখা গো
রাখালিয়া শ্যাম মাঠে যায় ।।
হাম্বা হাম্বা করে ধেনু
শ্যামের হাতে মোহন বেণু
যাইতেছে কদম্বতলায় ।।
চল গো সখি যাই গো জলে
দেখা হবে কদম্বতলে
জল ভরিবো প্রেম যমুনায় ।।
শ্যাম আমার চিকন কালা
বাজায় বাঁশি দুপুরবেলা
সখি তোরা সবে মিলে আয় ।।
বলে বলুক লোকে মন্দ
তাতে মোর হবে আনন্দ
বলে কবি পাগল দুর্বিন শায় ।।