ও সই গো বসন্ত বাতাসে
যৌবন নদীর ঢেউ উঠিলো
বন্ধু নাই গো দেশে ।।
কালবসন্তের শীতল হাওয়া
হইয়াছে প্রবল
যৌবনবাগে ফুল ফুটেছে
সবুজ ও শ্যামল
প্রাণভ্রমরা দেয়না ধরা
রইয়াছে বৈদেশে ।।
তমাল ডালে বসে কোকিল
ডাকে কুহু সুরে
কালবসন্তের ঝড় উঠেছে
প্রাণে কী করে
মেঘহারা চাতকীর মতো
কাঁদি আসার আশে ।।
বনফুলের হার গাঁথিলাম
আদর করিয়া
হলো বাসী প্রাণসখি
দেও জলে ভাসাইয়া
দুর্বিন শার শেষ যামিনী
দারুণ চৈত্র মাসে ।।