দুর্বিন শাহ রচিত গান নং ২১৭

ও শ্যামগৃহে কি আর যাবে না
প্রেম বিচ্ছেদে রাই বাঁচে না ।।
শ্যাম রে
হায় কৃষ্ণ হায় কৃষ্ণ বলে
অমনি রাধা পড়ছে ঢলে
এসে ধরে কেউ তোলে না
শয্যাগত হলো দেহ
বোধহয় বেশী বাকী না ।।
শ্যাম রে
তোমাকে জানিয়া আপন
তোমার হাতে সপলো জীবন
প্রাণ দিয়া তো মন পাইলো না
পুরুষ জাতের কঠিন হৃদয়
এবার তাই গেলো জানা ।।
শ্যাম রে
মরণও নিকটে হইলো
দেখবে যদি শীঘ্রই চলো
মরণে কি দেখা দিবে না
দুর্বিন শা কয় হায়রে পিরিত
জীবনে শান্তি হইবে না ।।