ও রাই, শ্যাম শোকে কান্দিও না
বাঁশির সুর শুনিয়া পাগল হইয়ো না ।।
মধু ভরা কালার বাঁশিতে
দায় হবে গৃহে থাকিতে
বাঁশি বাজে নির্জন যমুনা ।।
বাজায় বাঁশি কদম্বতলায়
কূলবধূর কূলমান মজায়
ও রাই জল আনিতে যাইয়ো না ।।
তোর মতো কতই অবলা
অন্তরেতে বাঁশির জ্বালা
তুমি কূলমান মজাইয়ো না ।।