ও নিদয়া হইয়াছো রে বন্ধু
দয়া নাই তোর মনে
বিরহিনী দিনদুঃখিনী
কান্দি নিশিদিনে রে ।।
শুইলে স্বপনে রে দেখি
আছো মোর সামনে
জাগিয়া নাই পাই তোমারে
ধারা বয় নয়নে রে ।।
কত আশা দিলে রে আমায়
ছাড়বে না জীবনে
তুমি আমার আমি তোমার
জীবনে মরণে রে ।।
আমারে কান্দাইয়া রে বন্ধু
কী সুখ পাইলে প্রাণে
দেখিবো তোর ভালবাসা
শেষ বিচারের দিনে রে ।।
লোকে কয় তোর নামটি রে দয়াল
শুনিয়াছি কর্ণে
দুর্বিন শা কয় তুমি পাষাণ
দয়া করো কোন জনে রে ।।