ও মন পাগেলা রে
তুমি এ ভবে আসিয়া
না করিলে আখেরের কাম
মায়াতে ভুলিয়া ।।
মন রে
লাভ করিতে আইলে ভবে
পরার ধন লইয়া
রং বাজারে প্রেমের দোকান
দিয়াছো খুলিয়া
মদনা নন্দ খয়াল হইয়া
খরিদ্দার জুটায়
কাম কামিনী খরিদ করে
নিলো বিনা পয়সায় ।।
মন রে
ধনরত্ন সব হারাইয়া
হইলে রে বেদিশা
লাভের আশায় আসল গেলো
ফুরাইলো ব্যাবসা
আসবে শমন বাঁধবে রে মন
যাবে তরে লইয়া
মহাজনের কাছে দিবে হাজিরও করিয়া ।।
মন রে
মহাজন সেইদিন তরে
করিবে জিজ্ঞাস
লাভ লোকসান কত হলো
দেও হিসাব নিকাশ
হারাইলে পুঞ্জিপাট্টা
নাই রে টাকা কড়ি
মহাজন বুঝাইতে তোমার
লাগবে দৌড়াদৌড়ি ।।
মন রে
স্ত্রী পুত্র ভাই বেরাদ্দর
এগেনা বেগানা
এ বিপদে উদ্ধারিতে
কেহ নয় আপনা
মুর্শিদে তরাইত পারে
তার নিজ গুণে
দুর্বিন শা কয় সময় থাকতে
ভজো তার চরণে ।।