দুর্বিন শাহ রচিত গান নং ৩২৪

ও মন মাঝি রে
ভাটিয়াল নদীর ঢেউয়ের তালে কান্দে আমার প্রাণ
ঘরে না রহিতে পারি শুনে তোর ভাটিয়াল গান ।।
আষাঢ় মাসে নতুন পানি ভাঙে গাঙের পার
তোমার গাঙে উজান চলে যৌবনের জোয়ার
গান গাইও না নাম ধরিয়া ওরে মাঝি সাবধান ।।
লিলুয়া বাতাসে নায়ের বাদামখানি হেলে
মনপ্রাণ যায় উড়িয়া বৈঠার তালে তালে
পরাণহরা গানের সুরে ভাটিয়াল নদী বয় উজান ।।
কলসি খানা গেলো ভাসিয়া বৈঠার ঢেউ লাগিয়া
মন লয় বান্দিতাম নৌকা শাড়ির আচল দিয়া
দুর্বিন শা কয় কলসি দিয়া যাও রে নিষ্ঠুর পাষাণ ।।