ও কোকিল তোর সুরে কাদে প্রাণি
ডাক শুনিয়া ঘুম ভাঙিয়া হইলাম রে উদাসিনী ।।
ছিলাম আমি কালস্বপনে, প্রাণবন্ধু দেখি সামনে রে
মিশাইয়া প্রাণে প্রাণে, বলি দুঃখের কাহিনী ।।
কুহু কুহু গান শুনিয়া, হঠাত গেলো ঘুম ভাঙিয়া রে
চক্ষু মেলে দেখি চাইয়া, কাছে নাই গুণমণি ।।
কোকিল বসন্তকালে, কাদাইতে কেন এলে রে
কইও বন্ধের চরণতলে, দুর্বিন শার খবরখানি ।।