ও কালা, কালা রে
তুই আমারে দিলি কত জ্বালা ।।
তোর পিরিতে এ জগতে
লোকে কয় পাগেলা
কলঙ্কেরই হার গাথিয়া
গলে দিলাম মালা ।।
আমি তোমা হারা হয়ে
কান্দি রে নিরালা
সহিতে পারিনা দুঃখ
যৌবনেরই জ্বালা ।।
দুর্বিন শা কয় আমায় ছেড়ে
কই রইলে একেলা
না পাইলে তোর যুগল চরণ
মরণ ভালা ।।