নির্জন যমুনার কূলে
বসিয়া কদম্বতলে
বাজায় বাশি বন্ধু শ্যামরায় ।।
বাশিতে কি মধুভরা
আমারে করিলো সারা
আমি নারী গৃহে থাকা দায় ।
কালার বাশি হলো বাম
বলে শুধু রাধা নাম
কুলবধূ কুলমান মজায় ।
বাশির সুরে অঙ্গ জ্বলে
ঘরের জল বাইরে ফেলে
মনে লয় যাবো যমুনায় ।।
শোন গো ললিতা সখি
বন্ধু ছাড়া কেমনে থাকি
প্রাণপাখি উড়ে যেতে চায় ।
আমি নারী কুলবালা
কালার বাশি দিলো জ্বালা
অঙ্গ কালা বন্ধুরও চিন্তায় ।
কেউ যদি দরদি থাকো
বন্ধু এনে প্রাণটি রাখো
মনপ্রাণ সপিবো রাঙা পায় ।।
ভুবনমোহন সুরে
ভাটিয়াল নদী উজান ধরে
জ্বলে অনল আমার অন্তরায় ।
মনে লয় সন্ন্যাসী হইয়া
দেখিবো তাল্লাশিয়া
কোন বনে বাশরি বাজায় ।
নইলে কলসি বেন্দে গলে
ঝাপ দিবো যমুনার জলে
প্রাণ ত্যাজিবো বলে দুর্বিন শায় ।।