নিমাই কেন হলে তুই সন্ন্যাসী
মাকে তুমি পাশরিয়া
হইয়াছো রে বৈদেশী ।।
ভারতীর সঙ্গ পাইয়া
মাকে কেন গেলে ছাড়িয়া রে
কূলের বধু বিষ্ণুপ্রিয়া
তারে করলে উদাসী ।।
কী সুখে তুই মা ছাড়িলে
শ্রী অঙ্গে কৌপিন পড়িলে রে
তিলক মালা অঙ্গে দিলে
হইলে রে পরদেশী ।।
তুলসী মালা দিয়া গলে
বসত করো নিমের তলে রে
এই ছিলো মায়ের কপালে
মন্দ বলে পড়শি ।।
কে দিলো এই কুমন্ত্রণা
মনে আর বুঝ মানেনা রে
দুর্বিন শার কপাল ভালো না
বিধাতায় করলো দোষী ।।