নীল সাগরের ধারে ধারে, যাও কে নৌকা বাইয়া
ও মন মাঝি রে
ওই যে দেখো নদীর পাড়ে কান্দে কে বসিয়া ।।
ও মন মাঝি রে
বহু দিন হয় ওই ঘাটেতে কাদি যে বসিয়া
কত নৌকা যায় আসে উজান ভাটি দিয়া ।।
ও মন মাঝি রে
কোথা হইতে আইলে, কোথায় যাও রে নৌকা বাইয়া
মনপ্রাণ নেও কাড়িয়া মোহন গান শুনাইয়া ।।
ও মন মাঝি রে
হাইলের বৈঠা সাবধান করে ধরিও ঘুরাইয়া
ঘাটেতে লাগাইয়া নৌকা যাও আমায় দেখিয়া ।।
ও মন মাঝি রে
ডাক দিলে শুনো না তোমার পাষাণ বান্ধা হিয়া
দুর্বিন শা কয় নিষ্ঠুর হইলে দুঃখিনী জানিয়া ।।