নদীর কূলে জলের ছলে
কলসি কাখে লইয়া
নয়ন জলে বুক ভেসে যায়
ভাটিয়াল নাও দেখিয়া রে
ঘাটে ভিড়াইয়ো নাও রে ।।
সখি রে
অবলা দুঃখিনীর ঘাটে
নাও ভিড়াইতো যদি
যাইতাম প্রাণবন্ধুয়ার দেশে
পাড়ি দিয়া নদী রে ।।
সখি রে
হইতাম যদি বনের পাখি
যাইতাম উড়া দিয়া
দেখতাম বন্ধু কার বা কুঞ্জে
রইয়াছে ভুলিয়া রে ।।
সখি রে
দুর্বিন শার যৌবন সাগরে
পড়ে গেলো ভাটা
যৌবন গেলো ভবে রহিলো
শ্যাম কলঙ্কের খুটা রে ।।