দুর্বিন শাহ রচিত গান নং ১৮৩

নবযৌবন কালবসন্ত
ঘরে নাই মোর প্রাণকান্ত
জীবন রাখিবো কার আশায় ।।
শোন বলি গো প্রাণললিতা
আমি নারীর দুঃখের কথা
কত ব্যাথা দিলো বন্ধুয়ায়
নবযৌবন দিলো দেখা
কেমনে রহিবো একা
প্রাণের সখা রইলো মথুরায়
নতুন যৌবনকালে
প্রাণবন্ধু না আসিলে
প্রাণ ত্যাজিবো কাল যমুনায় ।।
কাল যৌবন হইলো বৈরি
প্রেমাগুনে জ্বলে মরি
বল সখা করি কী উপায়
যে দেশে মোর বন্ধু আছে
যাও সখি বন্ধুয়ার কাছে
কইও খবর বন্ধের রাঙা পায়
বন্ধুরে করাইও স্মরণ
প্রেমজ্বালাতে হবে মরণ
পাই যে চরণ মরণ বেলায় ।।
মরণের আর নাই গো বাকী
প্রাণবন্ধু আনো দেখি
ওগো সখি ধরি তব পায়
আসিলে বৈদেশী নাগর
উঠাইয়া বুকের কাপড়
পোড়া দাগ দেখাইতাম নিরালায়
সর্বদুঃখ পাশরিয়া
থাকতাম চিরসুখি হইয়া
সাধ মিটাইতাম
বলে দুর্বিন শায় ।।