দুর্বিন শাহ রচিত গান নং ৪৭

নবীর গুণ আর বলবো কারে
নবীর আউয়াল কলিমায়
আশিকান সভায়
পাগল সাজাইলো সবারে ।।
নবী নূরের স্বত্ব, ইসলাম তত্ব
ত্রিভুবন মত্ত, নবীজির নূরে
আসমান জমিন, এলাহি আলমিন
করিলা সৃজন যার খাতিরে ।।
নবী ইসলাম তরী, পতাকাধারী
হবে কান্ডারী কূল আখেরে
কান্ডারি হইয়া যাবে তরী বাইয়া
হাসন হুসন দাড়ি দুই কিনারে ।।
তরী মা ফাতেমা, কেবলই মহিমা
মাস্তুল হযরত আলী দিবেন উপরে
আবুবকর বাদাম, গুণ টানে ওসমান
তরী নিগাবান খাত্তাব উমরে ।।
নবীজির প্রশংসা কী বলিবে দুর্বিন শা
আমি কর্মনাশা এই সংসারে
প্রেমেরই দেওয়ানা, জঙ্গলায় ঠিকানা
কাঁদিয়া ঘুরি দ্বারে দ্বারে ।।