নাম ছাড়া এক ডাক রইয়াছে
জানো নি মন তার খবর ।
যে ডাকেতে সাড়া দিবে
কাছে কাছে আছে তর ।।
সেই ডাকেতে নাম লাগেনা
অক্ষরে নাম লেখা যায়না
যোগী ঋষি সাধুজনা
সেই নাম নিয়া হয় অমর ।
মনের কালি দূর করিয়া
হুজুরী কলব রাখিয়া
ধ্যানে দিদার গেলো পাইয়া
ওলি আল্লা পয়গম্বর ।।
যার ঔরশে জন্ম নিলে
নাম ধরে তারে ডাকিলে
সেই পিতায় কি পুত্র বলে
তোমাকে দিবে উত্তর ।
এ বিশ্বেরই সৃষ্টিকর্তা
মাতার মাতা পিতার পিতা
নাম লওয়া নয় ভালো কথা
অপরাধ হয় গুরুতর ।।
কেমনে তার দেখা পাবি
সদায় করি বেয়াদবী
নাম ধরিয়া তারে ডাকি
সর্ব গোষ্ঠী যার চাকর ।
দুর্বিন শা কয় এসব ছাড়ো
নাম ছাড়া ডাক শিক্ষা করো
অবশ্য পাইতে পারো
শুনেছি দয়ার সাগর ।।