না জানিয়া ডুব দিও না
ওই মায়া সাগরে
কত মাঝির ভরা খাইলো
মারা পড়িয়া নদীর চক্করে ।।
নদীর জোয়ার আসে যখন
লাল কালা সবুজ বরণ
অষ্ট কুম্ভীর নয় অজগর
ছয় কাছিমে খেলা করে ।।
মুতি আছে শুক্তির ভিতর
চৌদিগে আছে অজগর
তুলতে গেলে খাবে চক্কর
ধরবে ঘাড়ে কাম কুম্ভীরে ।।
রাজ হংসের ভাব ধরিয়া
নদীতে ডুব দাও না যাইয়া
ভিতরেতে নল ঢুকাইয়া
তোলো মতি সন্ধান করে ।।
লুলু মারজান যখন ফাটে
দুর্বিন শা কয় জোয়ার ছোটে
কাম পাহাড়ের ধাক্কার চোটে
মণিলাল পাথর ঝরে ।।