মুর্শীদ তোমার নামের গুণে
অকূলে ধরলাম পাড়ি
তুমি দয়াল হও কান্ডারী ।।
জীর্ণ তরী উঠে পানি
ঢেউ দেখে মোর কান্দে প্রাণী
ঘুচাও আমার পেরেশানী
চরণে বিনয় করি ।।
ভাঙা বৈঠা ভাঙা দাড়
বাইলে তরী উজায় না আর
ভরসা কেবল তোমার
মোর ছিড়া জাংগা দড়ি ।।
ঝড় তুফান বিষম ভারী
কখন জানি ডুবে মরি
দুর্বিন শা কয় দিলাম পাড়ি
গাইয়া প্রেমের সারি ।।