দুর্বিন শাহ রচিত গান নং ৭১

মুর্শীদ তোমার নাম নিয়া বড়াই করি
তুমি আমার পাড়েরও কান্ডারী ।।
তুমি হাওয়া তুমি বাদাম
তুমি নায়ের তরী
তোমার নামে বৈঠা বাইয়া
ভবসাগর দিতাম পাড়ি ।।
তুমি যদি মারো মরবো
নইলে কি আর মরি
আমি যদি ডুবে মরি
কলঙ্ক তোমারই ।।
দুর্বিন শা কয় ভবসাগরে
তোমার নামটি স্মরি
গৌর বিপদে উদ্ধারিতে
আমায় দিও চরণ তরী ।।