মুর্শীদ সুরতে খোদা বর্তমান
খোদে খোদা, আদম জাদা
পয়দা সুরতে ইনসান ।।
মন রে
মুর্শেদকে খোদা জানিলে
শরীয়তের কাফের বলে
খোদা হতে জুদা জানলে
হবে মকরুমের সমান
দুই রাস্তার মধ্যের রাস্তা
চিনিয়া করো ব্যাবস্থা
তা নাহলে দিবে খাস্তা
পাবেনা তার সন্ধান ।।
মন রে
লক্ষ কোটি সুরত লইয়া
কুল্লে সাইন মোহিত হইয়া
ভুলের জালে ঘেরাও দিয়া
রহিয়াছে অন্তর্ধ্যান
মুর্শীদের উসিল্লা করি
করিতেছে লুকোচুরি
ইলাহিল ওয়াছি আল্লা
কোরাণে আছে প্রমাণ ।।
মন রে
গেলে হাশরের বিচারে
দেখা দিবেন পরোয়ারে
কোন সুরতে চিনবে তারে
কে তোরে দিবে নিশান
তাই বলি মন কথা ধরো
বরজকে নিশানা করো
তাত মাইন্না কলব পড়ো
সাক্ষ্য দিতেছে কোরান ।।
মন রে
ভবে থাকতে লও চিনিয়া
নইলে তুই হাশরে গিয়া
যাবে তারে খোদা কইয়া
মিছে হবে পেরেশান
যে জনে মুর্শীদ ধরে না
খোদায় কয় আমায় পাবেনা
দুর্বিন শা কয় তার কান্ডারী
সর্বদা রবে শয়তান ।।