দুর্বিন শাহ রচিত গান নং ১১০

মুর্শীদ নাম ভরসা করে
অকূলে দিলাম সাঁতার
আরে নাম বিনে
ভরসা নাই আমার ।।
অকূল নদীর ব্যাকুল হাওয়া
ঢেউয়ে ভাঙে পার
ডোবাডুবি লাই খেলিবো
মুর্শীদ যদি হয় কাণ্ডার ।।
কুম্ভীরানী কাল সাপিনী
ভয় দেখায় সে বারেবার
নামের হলদি গায় মাখিয়া
ঢেউ কাটিয়া হবো পার ।।
নাম স্মরণে শমন পালায়
জগতে আছে প্রচার
দুর্বিন শা কয় ডুবে মরলে
নামে কলঙ্ক তোমার ।।