দুর্বিন শাহ রচিত গান নং ৩১৭

মোহন গান গাইয়া
কে গো নৌকা বাইয়া যায়
প্রাণসখি গো
গান শুনিয়া আকুল প্রাণী
অভাগিনী গৃহে থাকা দায় ।।
ও সখি গো
বিদেশে দিয়াছে বিয়া নিষ্ঠুর বাপ মায়
শাশুড়ি ননদী বাদী মরি তার জ্বালায় ।।
ও সখি গো
ননদীর জ্বালাতে বসে কান্দি নিরালায়
হঠাত একটি বাশি ডাকে নাম ধরে আমায় ।।
ও সখি গো
মনপ্রাণ নিলো কাড়িয়া দক্ষিণা হাওয়ায়
পাগল বেশে নদীর কাছে গেলাম তার আশায় ।।
ও সখি গো
নিষ্ঠুর বাশির রব যেন বিজলি চমকায়
ডাক শুনি দেখিনা চক্ষে বলে দুর্বিন শায় ।।