দুর্বিন শাহ রচিত গান নং ১৬২

মনের মতো প্রেমিক যদি পাই
প্রেমের ব্যাথা বলি তারে
গলেতে মালা পরাই ।।
সয় না জ্বালা কোমল প্রাণে
মদনজ্বালা উঠে মনে রে
যারে লাগে মোর নয়নে
তার অঙ্গে অঙ্গ মিশাই ।।
ঘুরে বেড়াই পাগলবেশে
কত লোকে চাইয়া হাসে রে
যে আমারে ভালোবাসে
তার প্রেমেতে মন মজাই ।।
যেজন জ্বলে প্রেমাগুণে
প্রেমের মর্ম দিলে জানে গো
অপ্রেমিকে মন্দ বলে
সেই দুঃখ কারে জানাই ।।
বলে পাগল দুর্বিন শা
মনে রইলো কত আশা গো
কারে নিয়া খেলবো পাশা
প্রাণবন্ধু মোর দেশে নাই ।।