দুর্বিন শাহ রচিত গান নং ১৭৭

মন তো মানে না সই
প্রাণবন্ধু রহিলো কই
জানলে তোরা
দেও না আনিয়া ।।
ধরেছে পিরিতের জ্বরে
বন্ধুরে না পাইয়া
পোড়া প্রাণি জুড়ায় না গো
ঔষধ বড়ি খাইয়া ।।
অহরহ প্রেমজ্বালায়
অঙ্গ যায় জ্বলিয়া
কাটা গায়ে লবন ছিটা
কে যেন গেলো দিয়া ।।
দুর্বিন শা কয় মদনজ্বালা
কত থাকি সইয়া
মনে করি প্রাণ ত্যাজিবো
জলে ঝম্প দিয়া ।।