দুর্বিন শাহ রচিত গান নং ১০৯

মজো রে পাগেলা মন
গরল পিরিত ছেড়ে দিয়া
আসল পিরিতে ।।
ওয়াইস কুরুনী প্রেম করিলা
দীনের নবীর সাথে
বত্রিশ দন্ত ভেঙে দিলা
নবীজির এশকেতে ।।
মনসুরে কয় আনাল হক রে
কাতল করিলো শরীয়তে
জ্বালাইয়া পুড়াইয়া ছালি
ভাসাইলো নদীতে ।।
আল্লা নূরে নবী পয়দা
মুর্শীদ সুরতে
দুর্বিন শা কয় প্রেম করিও
জীবন থাকিতে ।।