দুর্বিন শাহ রচিত গান নং ৭৩

মাহবুবে সোবহানী, আবদুল কাদের জিলানী
আশিকে সুলতান বাবা কুতুবে রব্বানী ।।
কেরামতে কতই মুরদা দেখাইলেন জিন্দা করে
গোর আজাব মাফ করাইলা বাগদাদেরই শহরে
সে বাগদাদে যেজন মরে সুখে থাকে রুহানী ।।
হযরত উসমান হারুনী সবের সেরা আউলিয়া
মজুনসির আগুন নিভাইলা পায়ের জুতা টানিয়া
তরিকার পথ দেখাইলেন শিখাইলেন মুসলমানী ।।
আজমীরে খাজা মঈনুদ্দীন দুঃখ দিলো পৃথীরাজ
আজমীর শহরের পানি ভরে ছিলেন এক লোটায়
ধ্বংস হলো বাবার দোয়ায় পৃথীরাজ হয় কুজ্ঞানী ।।
কুতুবউদ্দীন বখতিয়ারে কেরামতি দেখাইলা
ছয় মাসেরই গর্ভে শিশু যার পক্ষে সাক্ষী দিলা
চিস্তিয়ার সেরা খলিফা আশিকানের পরানি ।।
পূর্ববঙ্গে শাহজালাল করেন যখন আগমন
গৌরগোবিন্দ নামে রাজা কেরামতে হয় নিধন
তিনশত ষাট আউলিয়ার সেরা মুজরাদে ইয়ামনী ।।
ফয়েজ আলম জিন্দারুহী রহমত নূরী আউলিয়া
আশিকানে গজল গানে পাইবো আমরা নাচিয়া
আশায় আশায় দুর্বিন শা কাটাইলো জিন্দেগানী ।।