লোকে মন্দ বলে রে অবলা রাধারে
তোর পিরিতি আমারে করিলো বাড়ি ছাড়া ।।
ও বন্ধু রে
শিমুলের ফুল দেখতে ভালো, নাই তার তুলনা
গন্ধ নাই বলে তাতে ভ্রমরা বসে না
মোর যৌবন ফুলের নমুনা, বানালো সেই ধারা রে ।।
ও বন্ধু রে
ঘর বান্ধিয়া মধু জমায় জঙ্গলার পোকে
মধু খাইয়া যায় উড়িয়া বসে না সেই চাকে
চাকের মতো তুই আমাকে, অন্তর করলে সারা রে ।।
ও বন্ধু রে
আকাশেতে উঠে চন্দ্র সঙ্গেতে তারা নিয়া
কত শোভা পায় রে তারারা আকাশ জুড়িয়া
আমি সেই চন্দ্র হারাইয়া, রইলাম একা তারা রে ।।
ও বন্ধু রে
পানি না থাকিলে কাজ কি ইন্দারা থাকিয়া
স্বামী হারা হলে নারী কি কাজ বাচিয়া
দুর্বিন শা সেই ভাব ধরিয়া, কবে যাবে মারা রে ।।