লা ইলাহার বাগানেতে
ফুটেছে ইল্লাল্লার ফুল
গাছের নামটি আলেক লতা
ফুলটা মোহাম্মদ রাসুল ।।
আহাদে হয় গাছের গোড়া
আহম্মদে গাছটা খাড়া
মোহাম্মদে ফুল ধরা
আবদুল্লাহ আমিনার কোল ।।
আহাদ হতে ফুটলো কলি
ঘ্রাণে মত্ত ভ্রমর অলি
সাজিয়া ফুলেরই মালী
পাহাড়ায় আছে মশগুল ।।
জিন ইনসান ফেরেস্তাগণ
ঘ্রাণে মত্ত সর্বক্ষণ
লইতে ফুলের আস্বাদন
সব হলো ব্যাকুল ।।
ফুটিলো ফুল কাবার ধারে
গন্ধ গেলো বিশ্বজুড়ে
দুর্বিন শা বলে কাতরে
একদিন যেন পাই চরণধুল ।।