কত সুখ পাইয়াছো রে বন্ধু
আমায় পাশরিয়া
আইজ আসবে কাইল আসবে বলে
আছি পথে চাইয়া রে বন্ধু ।।
দেহ প্রাণ যৌবন দিলাম
আপনা জানিয়া
আর কোনো ধন নাই যে আমার
তোমায় যাবো দিয়া রে বন্ধু ।।
কুল ছাড়িয়া কলঙ্কিনী
তোমার লাগিয়া
তোমার কি হয়না স্মরণ
এত কঠিন হিয়া রে বন্ধু ।।
না জানি কার সঙ্গ পাইয়া
রইয়াছো ভুলিয়া
কোন রমণী প্রেমের ফাসি
দিয়াছে পরাইয়া রে, বন্ধু ।।
বৃক্ষতলে কইলে রে
দুঃখ পত্র যায় ঝরিয়া
দুর্বিন শা কয় কারে দেখাই
পোড়া বুক চিরিয়া রে বন্ধু ।।