কৃপাসিন্ধু দীনবন্ধু
নামটি তোমার সংসারে
নিজ গুণে ক্ষমা মুর্শীদ করো আমারে ।।
তুমি দয়ারই সাগর
যারে দয়া করো ভবে
সে হয় রে অমর ।
ভবযাতনা দূর হইয়া যায়
ডাকিলে তোমারে রে ।।
তুমি দয়াময়
নাম স্মরণে শমন ভাগে
নাই মরণের ভয় ।
চরণ ছাড়া আমি পাপী
দাড়াবো কার ধারে রে ।।
তুমি সয়ালের দয়াল
ঘোর বিপদে পড়ে কাঁদে
দুর্বিন শা কাঙাল ।
তোমায় ছাড়া মনের দুঃখ
জানাইবো কারে রে ।।