দুর্বিন শাহ রচিত গান নং ৩৫৩

কোথা হতে এলো টেডি জমানা
ছেলে মেয়ে নারী পুরুষ
টেডি ছাড়া দেখি না ।।
গরীবের দুই একটা ছেলে
স্কুলে পড়িতে দিলে
সিক্স সেভেন পাশ করিলে
স্কুলে যাইতে চায় না
ছেলে পাইলো টেডি সেন্ট
কিনতে চায় কোট আর প্যান্ট
হতে চায় টেডি জেন্টুলম্যান
না হইলে আর চলেনা ।।
বাবার টাকার শ্রাদ্ধ করি
কিনে চশমা স্যুট আর ঘড়ি
সারশূণ্য বাবুগিরি
বেশীদিন থাকেনা
মুখে স্নো আলতা ঠোটে
ঘড়ি চশমা কোটে প্যান্টে
পার্কার ফাউন্টেনপেন বুকে
বাহাদুরির সীমানা ।।
মাথার চুলে মডার্ণ কাটিং
কথা কইতে পরে জার্কিং
টাই স্যূটে আছে ফিটিং
পকেটে নাই চার আনা
সত্য মিথ্যা গপ গুজুরি
ব্ল্যাক মার্কেটিং জুয়াচুরি
বিশ্ববিজ্ঞান শিখলো ভারী
ধর্ম বিশ্বাস করে না ।।
মাতাপিতা তাই দেখিয়া
টেডি মেয়ে করায় বিয়া
তরুণী বধু পাইয়া
আনন্দ আর ধরে না
ইংরেজী মুখে দুইজনার
ফাদার মাদার ব্রাদার সিস্টার
সকলে লাগে চমতকার
দেখে টেডি জমানা ।।
সাহেব যান টাউনে বেড়াইতে
মেম সাহেবকে নেন সঙ্গেতে
ট্রানজিস্টার দেন বিবির হাতে
আহলাদে হলো আটখানা
মানিব্যাগ সাহেবের কাধে
হলেন চাকর মনসাধে
এইভাবে কিছুদিন বাদে
টাকা পয়সায় ধরে না ।।
পড়িলেন বেকার সমস্যায়
চাকুরি না বিদ্যায় কুলায়
কেপস্টেন সিগারেট
লাক্স সাবান আর সুগন্ধি তেল জুটে না
দুর্বিন শা কয় এসব ছাড়ো
ইসলামের পথ স্মরণ করো
চাষার কাজে লাঙল ধরো
কোনো চিন্তা রবে না ।।