কন্যা লো রুপের আলো দেখে
শেল বিন্ধিলো বুকে
শ্যামলবরণ রুপের কিরণ লো
কন্যা মুচকি হাসি মুখে ।।
কন্যা লো
জানি না তোমার ঠিকানা
মনে হয় তোমায় অচেনা
জলধারা দেখি গো দুই চক্ষে
কঠিন তোমার মাতা পিতা
জানে না নারীর ব্যাথা ঘরে রইলো সুখে ।।
কন্যা লো
আমি পরদেশী নাইয়া
নিত্য আসি নৌকা বাইয়া
পাড়ি দিয়া যাইলো ভাটির বাকে
অপরুপ ঝিকিমিকি
ধৈর্য্য ধরে কেমনে থাকি
দেখি ঢেউয়ের ফাকে ।।
কন্যা লো
বুঝি তোমার কঠিন পতি
একা জলে নাই তোর সাথী
কান্দ বইয়া কলসি লইয়া কাখে
দুর্বিন শা কয় সব ছাড়িয়া
যাইতাম তোমার সঙ্গী হইয়া
বলুক মন্দ লোকে ।।